ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

বিএনপি নেত্রীর ‘শাসানোর’ জবাব দিলেন এনসিপির জাবীন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৮:০১ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন বিএনপি নেত্রীর ‘ধাওয়া’ সংক্রান্ত বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘বিএনপি যদি সত্যিই গত ১৫ বছর ধরে প্রতিরোধ গড়ে তুলত, তাহলে আজ ১৪০০ প্রাণ ঝরে যেতে হতো না, এত মানুষ অন্ধ বা পঙ্গু হয়ে যেত না।’

রোববার (৯ মার্চ) একটি বেসরকারি চ্যানেলে ‘নারীর নিরাপত্তায় দৃশ্যমান পদক্ষেপ কোথায়?’ শীর্ষক টকশোতে তিনি এসব কথা বলেন।

এনসিপি নেত্রী উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন দল হিসেবে তাদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে সম্মান না পাওয়া ও ছোট করে দেখার প্রবণতা।

জাবীন বলেন, ‘গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের অবদানকে অবহেলা করা হচ্ছে। তারা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখেছে, অথচ আমাদের কথা ও অবস্থানকে খাটো করে দেখা হচ্ছে।’

বিএনপির সাম্প্রতিক শুদ্ধি অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বিএনপি গত সাত মাসে ৩ হাজার সদস্যকে বহিষ্কার করেছে বলে গর্ব করছে, যদিও এটি মোটেও গর্বের বিষয় নয়। বরং এটি দলটির অভ্যন্তরীণ অব্যবস্থাপনারই প্রমাণ।’

তিনি আরও বলেন, ‘আমরা পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যেতে চাই না। আমাদের দলের কেউ বাজারে গিয়ে দাবি করে না যে, পুরো বাজার তার দখলে, অথবা তাকে না জানিয়ে ব্যবসা করা যাবে না। অপরাধ প্রমাণিত হলে যে-ই হোক, আইন অনুযায়ী তার বিচার হতে হবে।’

তিনি বলেন, ‘গত ১৫ বছরে একটি দানবীয় সরকার জনগণের ভোটাধিকার ও মানবাধিকার কেড়ে নিয়েছে, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের নাজুক পরিস্থিতিকে তুলনা করা বাস্তবতা বিবর্জিত।’

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে শাসন বা দখলদারিত্বের মানসিকতার পরিবর্তন আনতে হবে। নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের এসব চ্যালেঞ্জের মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে।’