জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনৈতিক বন্ধুদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করেন।
সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন। আমরা জানি, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী ছিল। এই আন্দোলনে হতাহতের স্বজনরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিদের বিরুদ্ধে মামলা করেছেন। বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। সরকার ও রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের ফয়সালা কী হবে তা পরিষ্কার করতে হবে।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করা যাবে না। অনেকে বলছেন, আমরা নির্বাচন পেছাতে চাই। কিন্তু মনে রাখতে হবে, আমরা নির্বাচন করবো বলে রাজনৈতিক দল গঠন করেছি। সুতরাং রাজনৈতিক বন্ধুদের বলবো, আপনাদের বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করা উচিত নয়।’
এসময় তিনি বলেন, ‘অবিলম্বে বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কবে এবং কীভাবে বিচার করা হবে, সে বিষয়ে পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, অন্যান্য উপদেষ্টারাও রয়েছেন, সেনাপ্রধানও রয়েছেন। তারা জনগণের জানমাল রক্ষার জন্য কমিটমেন্ট করেছিলেন, তারা সেটা করবেন।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বিচার, সংস্কার ও নির্বাচন চাই, এবং অবশ্যই একটি গণপরিষদ নির্বাচনের কথা বলছি।’
তিনি অবশেষে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সংবিধান অকার্যকর হয়ে পড়েছে এবং ব্যর্থ প্রমাণিত হয়েছে। এই আন্দোলনকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে জাতিকে নতুন একটি সংবিধান উপহার দেওয়া হবে, ইনশাআল্লাহ।’