কিছু ক্ষমতালোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (১২ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক কর্মশালায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘তাদের (নির্বাচন বিরোধী দল) দেশপ্রেমের লেশমাত্র নেই। তারা যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায়।’
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে। কিন্তু আমি এই সংস্কারে নতুন কিছুই পাইনি।’
বিএনপির এই নেতা বলেন, ‘যেটা (সরকারের সংস্কার কার্যক্রম) আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে নেই।’
তিনি বলেন, ‘আমাদের ৩১ দফা এমন একটি সংস্কার প্রস্তাবনা যেটা নিয়ে আজ পর্যন্ত কোনো দল বা সংগঠন দ্বিমত পোষণ করেনি।’
এসময় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজসহ বিভিন্ন অপকর্মের যে অভিযোগ উঠেছে সে বিষয়ে কড়া হুঁশিয়ার করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিতে কোনো অপকর্মকারী ও চাঁদাবাজের জায়গা হবে না।’
আপনার মতামত লিখুন :