ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

শিক্ষাঙ্গনে আর অস্ত্র-রক্ত-লাশ দেখতে চাই না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৯:৪৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত বিশিষ্টজনদের এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এ সময় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি বলেন, ‘জুলাই আন্দোলনে সবার অবদানকে সম্মান জানাতেই কারো নামের তালিকা প্রকাশ করা হয়নি। ভালো কাজগুলো আরও বেগবান করতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।’

পুলিশের ওপর প্রকাশ্যে হামলার নিন্দা জানিয়ে শিবির সভাপতি বলেন, ‘যাদের কারণে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই শাহবাগীরা আবারও সক্রিয় হয়েছে। তাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।