বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেছেন, ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙায় কোনো বীরত্ব দেখি না, নোংরামো দেখি।
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি বলেন, ৩২ নম্বরের বাড়ি ভাঙার মধ্যে— যে বাড়িটাতে কোনো মানুষ থাকে না, কেউ নেই— সেখানে ভাঙার মতো কোনো কাজ করতে দেওয়া উচিত হয়নি।
তিনি জানান, বিএনপি তো সরকারি দলেও নেই, বিরোধী দলেও নেই। তাই বিএনপির কিছু করার ছিল না। বিএনপির একজন মানুষও ওখানে যায়নি।
তিনি অভিযোগ করেন, ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙায় যারা গিয়েছে, তারা সরকারের ছত্রচ্ছায়ায়, বৈষম্যবিরোধীদের ব্যানারে গিয়েছে। হাসিনার আমলে যেটা ছিল হেলমেট বাহিনী, এখন হয়ে গেছে বুলডোজার বাহিনী। তারাই বুলডোজার দিয়ে সেই বাড়িটা ভেঙে দিয়েছে।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধীরা সরকারের ছত্রচ্ছায়ায় এই খারাপ কাজটি করেছে। কিন্তু ইট-কাঠ-পাথরের একটি বাড়ি এভাবে বুলডোজার দিয়ে ভাঙার মধ্যে আমি কোনো বীরত্ব দেখলাম না, শুধু নোংরামো দেখলাম।
এর পেছনে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাবিহীন কিছু মানুষের ষড়যন্ত্র ছিল বলেও তিনি জানান।