ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

চাঁদাবাজি নিয়ে নেতাদের পাল্টাপাল্টি অভিযোগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ১১:৫৯ এএম
প্রতীকি ছবি

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপি-জামায়াতে ইসলামীই শুধু নয়, যেসব বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ভূমিকা রেখেছিলেন, তাদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ উঠছে।

সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, জামায়াত টেম্পো স্ট্যান্ড দখল করে চাঁদা আদায় করছে। অন্যদিকে, একটি দল দেশে চাঁদাবাজি করছে বলে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ।

এতে ভুক্তভোগীদের মধ্যে বিরাজ করছে অস্থিরতা ও নানারকম ভয়। আবার কেউ চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে তাকে দুদকের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, সূত্র বলছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীতে কর্মরতদের বেশির ভাগই আওয়ামী শাসনামলে নিয়োগপ্রাপ্ত। ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে দেশে পট পরিবর্তন হলেও তারা ঘাপটি মেরে থেকে নেপথ্যে ইন্ধন জোগাচ্ছে কীভাবে সরকারকে বেকায়দায় ফেলা যায়। সম্প্রতি দেশে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তবে আশার কথা হলো, পুলিশে সংস্কারে অন্তর্বর্তী সরকার যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছে এরই মধ্যে তারা প্রতিবেদন জমা দিয়েছে।

জানা গেছে,  সম্প্রতি গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের চাঁদা চাওয়ার একটি ভিডিও  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়,  শ্রীপুর উপজেলায় প্রকাশ্যে রামদা নিয়ে মহড়া দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি বাজার দখল করে চাঁদা তুলছে কিছু যুবক। একই সাথে জাহাঙ্গীর হোসেন মাইক নিয়ে বাজার নিয়ন্ত্রণ করবেন বলে প্রকাশ্যে ঘোষণাও দেন। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

গত ৩ মার্চ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম স্বপনের চাঁদা দাবির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে  ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে যে নেতাদের কণ্ঠস্বর মিল পাওয়া যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম স্বপন এবং ফরহাদ হোসেন লিটন নামে স্থানীয় এক যুবদল নেতা।

৭ মিনিট ১৭ সেকেন্ডের ভাইরাল অডিও অনুযায়ী, মাদারগঞ্জ উপজেলার একটি প্রকল্পের প্রকৌশলীর সাথে কথা বলছেন স্বপনসহ বেশ কয়েকজন নেতা। ৩৭ লাখ টাকার ওই প্রকল্প থেকে ১০ শতাংশ চাঁদা দাবি করেন তারা। ওই প্রকৌশলী প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতে চান। এরপর কর্তৃপক্ষ অনুমতি দিলে টাকা দিতে রাজি হন সেই প্রকৌশলী। টাকা দেয়ার পর প্রকল্পের কাজ যেনতেনভাবে শেষ করলেও অসুবিধা নেই বলে জানান বিএনপির ওই নেতা।

গত ১০ জানুয়ারি নাটোরের সিংড়ায় সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা নেওয়ার সময়  সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি তেরবাড়িয়া গ্রামের জিয়ারুল প্রামাণিক ও তার ভাতিজা আসিফ আলীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তাররা হলো-। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত ৪ নভেম্বর রাজধানীর মিরপুরের দারুস সালামের কাঁচাবাজারে ইউছুফ নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে তাকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল খানের বিরুদ্ধে। ওই ব্যবসায়ী সোহেলের পা ধরেও নিস্তার পাননি। এ ঘটনায় পরে ভুক্তভোগী থানায় একটি মামলা দায়ের করেছেন।

গত ১৫ জানুয়ারি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলনের বিরুদ্ধে এক নারীকে মামলার ভয় দেখিয়ে  চাঁদা চাওয়ার অভিযোগ ওঠে। মিলন ওই  নারীর কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন। কাশিয়ানী থানার ওসি ও গোপালগঞ্জ পুলিশ সুপারের নাম ভাঙিয়ে ওই চাঁদা দাবি করেন তিনি।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। যার প্রেক্ষিতে গত ২৯ আগস্ট  বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে অবগত করতে দুদকে গিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

তখন সমন্বয়ক সারজিস আলম বলেন, আমাদের নাম ব্যবহার করে কেউ যদি কোথাও চাঁদাবাজি করে তাহলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। পাশাপাশি নিরপরাধ কাউকে হয়রানি না করার জন্যও দুদক চেয়ারম্যানকে অনুরোধ করেন তারা।

সূত্রে জানা গেছে,  মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে চাঁদা দাবির অভিযোগে ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে জেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) জাকির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

চাঁদাবাজির বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের যোগাযোগ করা হলে তিনি জানান, দলের ভেতরে যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার আছি।

চাঁদাবাজির বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, চাঁদাবাজরা ফ্যাসিবাদের দোসর।

বিএনপির কেন্দ্রীয় অফিস সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে চাঁদা তোলার অভিযোগ আসার পর বিএনপির মূল দল ও অঙ্গসংগঠনের প্রায় ১৭০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরো ৬০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি অপেক্ষমাণ আছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারমান প্রয়োজনবোধে শোকজ ও বহিষ্কার করবেন বলে জানা গেছে। এর মধ্যে অনেককেই শোকজ করেছে দলটি।

নীলক্ষেতের ফুটপাতের এক বই ব্যবসায়ী জানান, আমরা সড়কের এক পাশে বই বিক্রি করি। আওয়ামী লীগ সরকারের সময় আমাদের কাছ থেকে প্রতিদিন ১০০ টাকা করে আদায় করতো। এখন ১২০ টাকা করে নেওয়া হচ্ছে।

ফার্মগেটের এক ব্যবসায়ী জানান, আগস্ট মাসে চাঁদা বন্ধ থাকলেও এখন নতুন মুখ যুক্ত হয়েছে। তারা আমাদের মারধরের হুমকি দেয়।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, কেউ থানায় অভিযোগ করলে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।