ধর্ষকের বিচার যেভাবে চায় খেলাফত মজলিস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৪:১৫ পিএম

ধর্ষকের বিচার যেভাবে চায় খেলাফত মজলিস

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ- ছবি: সংগৃহীত

ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এই দাবি জানানো হয়।

 

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, ‘ধর্ষণ আজ সমাজের জন্য মারাত্মক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা শাস্তির আওতায় আসছে না।’

তিনি আরও বলেন, ‘ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়।’

পরে ধর্ষকদের বিচারের  দাবি এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদে একটি মিছিল বের হয়।

মিছিলটি আশপাশ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরবি/ফিজ

Link copied!