১৩ মার্চ ‘আছিয়া দিবস’ পালনের প্রস্তাব জামায়াত আমিরের

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৪:৩৮ পিএম

১৩ মার্চ ‘আছিয়া দিবস’ পালনের প্রস্তাব জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান- ছবি: সংগৃহীত

ধর্ষণের শিকার মাগুরার আটবছরের শিশুটি মৃত্যুর দিনটি ‘আছিয়া দিবস’ হিসেবে পালনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শিশু আছিয়ার মৃত্যুতে দেওয়া এক শোক বিবৃতিতে এই প্রস্তাব দেন তিনি।

বিবৃতিতে জামায়াতের আমির বলেন, ‘আছিয়ার এই করুণ পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের এ জনপদ শিশুদের জন্য কতটা অনিরাপদ। এই পাশবিক ঘটনা প্রমাণ করে আমাদের সমাজে ও মস্তিষ্কে পচন ধরেছে। অবক্ষয় হয়েছে সামাজিক মূল্যবোধের। এ মূল্যবোধের অবক্ষয় রোধ এবং মস্তিষ্কের সংশোধন এখন একান্ত জরুরি ‘

 

তিনি আরও বলেন, আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সংশোধনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর অংশ হিসেবে ১৩ মার্চ ‘আছিয়া দিবস’ পালন করা যেতে পারে। যার মূল উদ্দেশ্য হবে শিশুদের সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। এর মাধ্যমে এমন সমাজ বিনির্মাণ করতে হবে যেখানে শিশু, নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষ থাকবে নিরাপদ।’

বিবৃতিতে আছিয়া ধর্ষণের ঘটনায় জড়িতের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন জামায়াত আমির। একই এ শাস্তি সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে কার্যকরের দাবিও করেন। পাশাপাশি আছিয়ার পরিবারকে সরকারিভাবে উপযুক্ত ক্ষতিপূরণে দেওয়ার দাবিও করেন তিনি।
 

আরবি/ফিজ

Link copied!