ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ডিআরইউ চত্বরে আয়োজিত এ মাহফিলে ডিআরইউ সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে বক্তব্য প্রদান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘কোনো কোনো ব্যবসায়ীর সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্ক থাকলেও তা সাংবাদিকরা লেখেন না। সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি, তাদের কলমের জোর জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে।’ তিনি আছিয়া হত্যার বিচার দাবি করেন।
তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের প্লট দেওয়ার অপরাধে আমি একা আসামি হয়েছি, অথচ কোনো সাংবাদিক আসামি হয়নি। এই দুঃখ আমি কখনো ভুলতে পারবো না।’ ইফতারে আমন্ত্রণ জানানোর জন্য ডিআরইউ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
জামায়াতের আমির ড. শফিকুর রহমান ধর্ষণকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আছিয়ার মৃত্যুতে সারা দেশের মানুষ কষ্ট পেয়েছে। ধর্ষকদের বিচার নিশ্চিত করতে আমাদের সবাইকে এক হতে হবে। গণমাধ্যমের এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিবিদদের আত্মসমালোচনা করা প্রয়োজন। একইভাবে গণমাধ্যমকর্মীদেরও সৎ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরা ভুলের ঊর্ধ্বে নই, কিন্তু গণমাধ্যম শুধু নেতিবাচক দিক তুলে ধরবে, তা হওয়া উচিত নয়।’ তিনি ডিআরইউ’র ইফতার মাহফিলের সফলতা কামনা করেন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও ডিআরইউ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ডিআরইউ’র সাবেক সভাপতি শাহজাহান সরদার, সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম ও ডিআরইউ সহ-সভাপতি ও ইফতার কমিটির আহ্বায়ক গাজী আনোয়ার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম মিঠু, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, কবির আহমেদ খান, মহি উদ্দিন, কল্যাণ সম্পাদক ও ইফতার কমিটির সদস্য সচিব রফিক মৃধা।
এছাড়াও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র মাহী বি চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ ডিআরইউ’র নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলের শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন সেগুনবাগিচা নূর মসজিদের খতিব আবুল হাসনাত।
আপনার মতামত লিখুন :