জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী বলেছেন, শকুনদের কেন এত গা জ্বালা, কেন এত উৎকন্ঠা জানেন? এর মূল কারণ ৪টি।
ভারতকে উদ্দেশ্য করে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে কথা বলেন তিনি।
আমান আযমীর দৃষ্টিতে ভারতের উৎকণ্ঠার কারণগুলো হলো-
১. গত ৭ মাসে আমাদের কোন রুগী ওদের দেশে না যাওয়ার ফলে আয়ের এক বিরাট অংক থেকে তারা বঞ্চিত।
২. কোলকাতার ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে হোটেল ব্যবসা লাটে উঠেছে।
৩. করদ রাজ্য করার স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেছে।
৪. কোন রকম বল প্রয়োগ ছাড়াই দেশের ছাত্র-জনতা তাদের ‘পোষা প্রাণী’টাকে ঝাটা দিয়ে দূর করায় সারা দুনিয়ায় তাদের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।