জাতীয় পার্টির নেতাকর্মীরা জি এম কাদেরের হাত থেকে মুক্তি চায় : কাজী মামুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৯:১৬ পিএম

জাতীয় পার্টির নেতাকর্মীরা জি এম কাদেরের হাত থেকে মুক্তি চায় : কাজী মামুন

ছবি: রূপালী বাংলাদেশ

জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন, সমগ্র দেশের জাতীয় পার্টির নেতাকর্মীরা জি এম কাদেরের হাত থেকে মুক্তি চায়। তার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে জাতীয় পার্টি আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে সারা দেশের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হবে।

রোববার (১৬ মার্চ) সিলেট নগরীর হোটেল গোল্ডেন সিটিতে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জাতীয় পার্টি সিলেট জেলা শাখার আহ্বায়ক এডভোকেট কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুন মাগুরার আসিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য এম এ কাইয়ুম, মুরাদ আহমেদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সোবহান চৌধুরী, মোজাম্মেল হোসেন, জামাল মিয়া প্রমুখ।
 

আরবি/একে

Link copied!