বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধান তুলশি গ্যাবর্ডের দেওয়া বক্তব্য অসত্য ও দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
ভারতে দেওয়া মার্কিন গোয়েন্দা প্রধান তুলশি গ্যাবার্ডের এ বক্তব্যের জবাবে তিনি বলেন, তুলশি গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও দুরভিসন্ধিমূলক বক্তব্য দিয়ে ভারতকে খুশি করার অপচেষ্টা করেছেন বলে মনে হয়। ২৪ এর অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে কিছু হানাহানি ঘটনা ঘটলেও হলেও তাতে যে সাম্প্রদায়িক কোনো ইস্যু ছিলো না, তা সারাবিশ্বের কাছে আমরা জানিয়েছি।
মঙ্গলবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন গোয়েন্দা প্রধান বাংলাদেশ সম্পর্কে তার জ্ঞানের অপ্রতুলতার বহিঃপ্রকাশ করেছেন। দায়িত্বে নতুন হওয়ায় তথ্যের অভাবের কারণেও এটা হতে পারে অথবা তার ভারতীয় শেকড়কে তুষ্ট করার প্রয়াসও হতে পারে বলে মনে করছি।
এ বিবৃতিতে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, সভ্যতার দিক দিয়ে বাংলাদেশের দীর্ঘ ইতিহাস আছে। ইসলাম এই ভূখণ্ডে হাজার বছর ধরে মানুষের আনন্দ ও মুক্তির প্রেরণা হিসেবে কাজ করেছে যাচ্ছে। ইসলাম এখানে শান্তি ও সম্প্রতির উৎস। পশ্চিম যে অর্থে ‘মৌলবাদ’কে সংজ্ঞায়িত করে সেই অর্থে মৌলবাদ বাংলা অঞ্চলে কোনোকালেই ছিলো না। এরফলে গ্যাবার্ড যা বলেছেন তা ইতিহাস সম্পর্কে তার জ্ঞানের সীমাবদ্ধতা একদমই কম।
ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব বলেন, বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সাম্প্রতিক গাজায় যে অপরাধ করেছে ইজরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে, তার দায় ইতিহাসের কাছে শোধ করতে হবে। তারপরেও আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক চাই। তবে অবশ্যই তা হতে হবে সত্য, সম্মান ও মর্যাদার ভিত্তিতে।
আপনার মতামত লিখুন :