‘আওয়ামী লীগ ছিল ফ্যাসিস্ট হাসিনার একটি পারিবারিক ক্লাব’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ১০:৩৯ এএম

‘আওয়ামী লীগ ছিল ফ্যাসিস্ট হাসিনার একটি পারিবারিক ক্লাব’

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ প্রশ্নে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে, এটি কোন রাজনৈতিক সংগঠন না, এটি একটি সন্ত্রাসী, লুটেরা, গণহত্যাকারী সংগঠন। এটি ছিল ফ্যাসিস্ট হাসিনার একটি পারিবারিক ক্লাব। যার মাধ্যমে বাংলাদেশকে লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনডিএমের সেক্রেটারি জেনারেল মোমিনুল আমিন।

একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি একটি উদার মানসিকতার দল হিসেবে গণতন্ত্র ও ভোটের লড়াইয়ের জন্য ১৫-১৬ বছর যে ত্যাগ শিকার করেছে তা বিশ্ব রাজনৈতিক ইতিহাসে বিরল। সেই উদারতা থেকে তারা বলছে কোন দল নিষিদ্ধ করার পক্ষে না। আমরা তাদের সেন্টিমেন্টকে সাধুবাদ জানাই।

মোমিনুল আমিন বলেন, প্রথমে বিরোধী মত ও পথকে দমন করা হয়েছে, সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এই দলটার রাজনীতি করার, নির্বাচনে অংশ নেয়ার কোন সুযোগ থাকতে পারে না। কিন্ত ৭ মাস হয়ে গেলেও এই নিয়ে কোন ব্যবস্থা নেয়নি সরকার। যে আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই আইনে যুবলীগকেও নিষিদ্ধ করা যেত। আমরা তা দেখি নাই।

আরবি/এসবি

Link copied!