ঐকমত্য কমিশনে মতামত দিল জামায়াত, সুপারিশে কী আছে?

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ১২:৪৭ পিএম

ঐকমত্য কমিশনে মতামত দিল জামায়াত, সুপারিশে কী আছে?

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় ঐকমত্য কমিশনে তাদের সুপারিশ ও মতামত জমা দিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে এ সুপারিশমালা জমা দেয় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

পরে সাংবাদিকদের মিয়া গোলাম পরওয়ার জানান, সংবিধানের মূলনীতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থার প্রস্তাবনা দেয়ার পাশাপাশি সংবিধান কাউন্সিলের বিষয়ে পুরোপুরি একমত নয় জামায়াত। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও হাইকোর্ট বিভাগকে বিকেন্দ্রীকরণের পক্ষে মত দিয়েছে তারা। সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো:

  • নিরপেক্ষ ব্যক্তির অধীনে নির্বাচন: জামায়াত দাবি করেছে, আগামী নির্বাচনে নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে নির্বাচন হতে হবে।
  • সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন: জামায়াত সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে, যা তাদের মতে, নির্বাচনি ব্যবস্থায় আরও সুষ্ঠু ও প্রতিনিধিত্বমূলক হবে।
  • সংবিধানের মূলনীতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা: জামায়াত তাদের সুপারিশে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখার পক্ষে মত দিয়েছে।
  • সংবিধান কাউন্সিলের বিষয়ে একমত নয়: জামায়াত সংবিধান কাউন্সিল গঠনের প্রস্তাবের বিষয়ে পুরোপুরি একমত নয়। তারা এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।
  • দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও হাইকোর্ট বিভাগে বিকেন্দ্রীকরণ: তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং হাইকোর্ট বিভাগে বিকেন্দ্রীকরণের পক্ষে মত দিয়েছে, যা দেশের শাসন কাঠামোতে ভারসাম্য আনতে সহায়ক হতে পারে।
  • ক্ষমতার ভারসাম্য: জামায়াত এমন কিছু প্রস্তাব দিয়েছে, যার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য আনার চেষ্টা করা হবে। বিশেষ করে, যেসব জায়গায় ক্ষমতার ভারসাম্য নেই, সেখানে কীভাবে এটি স্থাপন করা যেতে পারে, সে বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে।
  • যৌক্তিক সময়ে নির্বাচন: জামায়াত নির্বাচন নিয়ে মতামত প্রকাশ করে জানিয়েছে, তারা তড়িঘড়ি নির্বাচন আয়োজনের পক্ষে নয়। তারা ন্যূনতম সংস্কার শেষে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায়।

 

আরবি/এফআই

Link copied!