ঢাকা শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

শহীদ জসিমের মেয়েকে নিয়ে জামায়াত আমিরের মন্তব্য

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০১:১৫ পিএম
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিম উদ্দিনের মেয়েকে (১৭) রাস্তা থেকে তুলে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তবে বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান দুমকি থানার ওসি জাকির হোসেন।

এদিকে, শহীদ জসিমের মেয়ের প্রতি এই ন্যাক্কারজনক ঘটনার জন্য জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, পটুয়াখালীতে ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ প্রিয় ভাই জসিম উদ্দিনের মেয়ের শ্লীলতাহানি করেছে যারা, তাদেরকে নিন্দা জানানোর ভাষা জানা নেই। যাদের আত্মত্যাগে নতুন এই বাংলাদেশ, তাদের পরিবার জাতির কাছে পবিত্র আমানত। সেই আমানতের গায়ে যারা হাত দেয়, তারা কার্যত জাতির কলিজাতেই হাত দিয়েছে।

তিনি আরও বলেন, "আমরা দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তি দাবি করছি। তবে এ ঘটনায় যারা সহানুভূতি প্রকাশ করবেন তারা যেন মেয়েটির প্রতি সহানুভূতি জানিয়ে তাকে আরও বেশি ট্রমাটাইজ না করেন। কারণ দুষ্টু মানসিকতাসম্পন্ন লোকেরা মানুষের ইজ্জতের মূল্য বোঝে না। যারা সহানুভূতি প্রদর্শন করতে চান তারা সর্বোচ্চ তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে পারেন।"

ডা. শফিকুর রহমান জানান, "সহানুভূতি প্রদর্শন তাদেরকে সাহস দিতে পারে এবং আইনি লড়াইয়ে তাদের পাশে থাকতে পারে কিন্তু মেয়েটিকে কোনো অবস্থাতেই ট্রমাটাইজ করবেন না। আর এই পরামর্শ সব ধরনের ক্ষেত্রেই প্রযোজ্য।"