ইসরায়েলের বর্বরতা ও গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আজ বিশ্ব বিবেকের মৃত্যু হয়েছে। বিবেকের মৃত্যু না হলে গাজায় নারী ও শিশুরা এভাবে ধুঁকে ধুঁকে মরতে বাধ্য হতো না। গাজার মানুষ এতটাই নির্যাতিত যে তারা আল্লাহর কাছে প্রার্থনা করছে, `হে আল্লাহ, আমাদের উঠিয়ে নাও। তোমার জান্নাতে তো খাবার-পানিসহ সবকিছু পাওয়া যায়, কিন্তু গাজায় আমরা কিছুই পাচ্ছি না।’
গাজায় গণহত্যা বন্ধে দলমত নির্বিশেষে সবাইকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আমাদের কণ্ঠস্বর হয়তো এই গণহত্যা থামাতে পারবে না, হয়তো বিশ্ব বিবেকের কাছেও পৌঁছাবে না। কিন্তু আল্লাহর দরবারে এই আওয়াজ অবশ্যই পৌঁছাবে। তাই আমরা দলমত নির্বিশেষে সবাই মিলে এই গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলবো।’
এদিকে, ইসরায়েলের গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে জামায়াতে ইসলামী দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। রাজধানীতে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচি থেকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয় এবং গণহত্যা বন্ধে ইসলামি সহযোগিতা সংস্থাকে (OIC) আরও কার্যকর ভূমিকা রাখার দাবি তোলা হয়।
আপনার মতামত লিখুন :