ঢাকা শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

বিগত সরকারের পতন থেকে বর্তমান সরকারও শিক্ষা নিচ্ছে না: জি এম কাদের

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৮:৫২ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকারের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আমি কথা বলছি। তাই, আজ আমার বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ দায়ের হয়েছে। ২০১৮ সালের যে অভিযোগ তোলা হয়েছে তখন আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন। জাতীয় পার্টির রাজনীতি ও নীতি নির্ধারণী বিষয় সিদ্ধান্ত নিতেন হুসেইন মুহম্মদ এরশাদ। তখন নাকি আমি দূর্ণীতি করেছি। যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

আজ সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় (কাকরাইল) মিলনায়তনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সফল সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহুম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে আলোচনা সভা ইফতার মাহফিল শেষে গণমাধ্যমকর্মীদের সাথে একথা বলেন।

তিনি বলেন, আমি এমপি থাকা অবস্থায় গম সহ বিভিন্ন যে সহায়তা দেয়ার যে বিধান রয়েছে তাতে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমেই বাস্তবায়ন করা হয়েছে। এক্ষেত্রে আমাদের কোন দায়-দায়িত্ব নেই বা ছিল না। আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মুখ বন্ধ করার জন্য দূর্ণীতির মামলা দেয়া হয়েছিল। এরশাদ সাহেবের বিরুদ্ধে খুনের মামলা দেয়া হয়েছিল। আমার নামেও দূর্ণীতি ও খুনের মামলা দেয়া হয়েছে। কিন্তু, কোন নির্বাচনে আমাদের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ পরাজিত হননি।

তিনি বলেন, আমরা সত্যের পক্ষে আছি ও থাকবো। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, জাতীয় পার্টির ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। এখন জাতীয় পার্টি সামনের দিকে আরো এগিয়ে যাবে। সামনে আমাদের সুদিন আসছে, জনগণ আমাদের সাথে আছে। জনগণ আমাদের কথা শুনতে চায়। ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্তি দিতে যে পথে যেতে হয় আমরা সে পথেই এগিয়ে যাবো। আমাদের নেতা এরশাদ সাহেবকে ৬ বছর জেলে আটকে রাখা হয়েছিল। আমাদের জেলে নেয়া হলে যাবো। ফাঁসি দিলে দেবে। এরশাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা জনগণ মেনে নেয়নি, আমাদের বিরুদ্ধে দেয়া মামলাগুলোও জনগণ মেনে নেবে না। আমাদের নেতা এরশাদ সাহেব আমাকে বলেছিলো “ তোর বিরুদ্ধে যে দূর্ণীতির মামলা দেবে, সে ঘৃণিত হবে”। মানুষ এই মামলা নিয়ে হাসাহাসি করবে। আমরা এই মামলা মোকাবেলা করবো। সত্য সবসময় বিজয়ী হয়, আমরাও বিজয়ী হবো।

তিনি বলেন, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, বর্তমান সরকারও বিগত সরকার থেকে শিক্ষা নেয়নি। বিগত সরকারের পতন থেকে বর্তমান সরকারও শিক্ষা নিচ্ছে না। এই দিন না আরো দিন আছে এই দিনেরে নিয়ে যাবো সেই দিনেরও কাছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমাদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ কর্মসূচী বাধাগ্রস্ত করা হচ্ছে। আমাদের সাংবিধানিক অধিকার শান্তিপূর্ণ ও অহিংস কর্মসূচী পালন করতে দেয়া হচ্ছে না। জনগণের পক্ষে রাজনীতি চালু রাখার জন্য আমরা অন্যায়ের প্রতিবাদ করবোই।

গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, যতদিনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা গণমানুষের পক্ষে কথা বলবোই, যদি আমাদের জীবন দিতে হয় তাতেও আমরা পিছপা হবো না। আজ আমরা শান্তিপূর্ণভাবে হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উদযাপন করতে পেরেছি এটা জনগণের বিজয়। নতুন যে ফ্যাসিবাদ চালু হয়েছে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আজ আমরা প্রথম জয়লাভ করেছি। বৈষম্যবিরোধী আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সাথে ছিলাম। রংপুরের প্রথম শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত ও তার মা বাবা কে শান্তনা ও সহায়তা আমরাই সবার আগে দিয়েছি। প্রতিদিন আমরা ছাত্র জনতার অহিংস আন্দোলনে সমর্থন দিয়ে কথা বক্তৃতা করেছি। এই আন্দোলন কোটা সংস্কার ছিল না, এই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে।