চলমান পরিস্থিতিতে যা বললেন হান্নান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৫:১৬ পিএম

চলমান পরিস্থিতিতে যা বললেন হান্নান

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, মেজর জিয়াউর রহমান জনতার অভ্যুত্থানের সুযোগ গ্রহণকারী নন, বরং তিনিই সেই সিপাহী-জনতার অভ্যুত্থানের ফসল। মেজর জিয়ার রাজনীতি আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করি।

শুক্রবার (২১ মার্চ) এক ফেসবুক পোস্টের মাধ্যমে হান্নান এ কথা বলেন।

এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ লেখে, মেজর জিয়াউর রহমান জনতার অভ্যুত্থানের সুযোগ গ্রহণকারী নন, বরং তিনিই সেই সিপাহী-জনতার অভ্যুত্থানের ফসল। তারা মনে করেন, জিয়াউর রহমান বাংলাদেশের জন্য নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন এবং জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছিলেন।

হান্নান মাসুদ লেখেন, ‘মেজর জিয়ার রাজনীতি আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেকেই একটি ‘কাল্ট ফিগার’ হিসেবে দেখেন, আর মেজর জিয়াকে নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়।’

এনসিপি এই নেতা বলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তাদের ভূমিকা মেনে নিয়েই এগোতে হবে। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে ১৯৭১-এর প্রেক্ষাপটে বিভাজন কাম্য নয়।’

তিনি আরও বলেন, ‘২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। একমাত্র তখনই জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে।’

অন্যদিকে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এ সময় ফ্যাসিবাদী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে। তাই বিভাজন নয়, বরং ঐক্যই কাম্য।’

আরবি/একে

Link copied!