আওয়ামী লীগ পুনর্গঠনে পিনাকীর বক্তব্যে যা বললেন সোহেল তাজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৭:২৪ পিএম

আওয়ামী লীগ পুনর্গঠনে পিনাকীর বক্তব্যে যা বললেন সোহেল তাজ

লেখক পিনাকী ভট্টাচার্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ

সাবের হোসেন চৌধুরী ও সোহেল তাজের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে, ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন কথা জানিয়েছেন লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

ওই তথ্যের জবাবে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, ‘আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে কারও সাথে আমার কোনো আলোচনা হয়নি। আমি এই ব্যাপারে কিছুই জানি না।’

শুক্রবার (২১মার্চ) এক সাক্ষাৎকারে তিনি এও বলেন, ‘আমি রাজনীতিতে নেই। নোংরা, পচা রাজনীতিতে আমার আগ্রহ নেই।’

 

রাজনীতিতে ফিরবেন কিনা এমন প্রশ্নে সোহেল তাজ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা আর জনগণের নীতি-আদর্শভিত্তিক দল ছিল আওয়ামী লীগ। বাকশালে সেই আওয়ামী লীগ বিলুপ্ত হয়। আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হলে একাত্তরের আগের আদর্শে ফিরে যেতে হবে।’

নতুন দল গঠনের আগ্রহ আছে কিনা এমন প্রশ্নের উত্তরও সরাসরি দেননি তিনি।

‘নতুন প্রজন্মই দেশ গড়বে। তারাই হবে মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক। নতুন প্রজন্ম যদি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে পিওর হার্ট নিয়ে দেশ গড়তে এগিয়ে আসে তবে তাদের পাশে থাকবেন সোহেল তাজ’, বলেন তিনি।

এরআগে বৃহস্পতিবার ফেসবুক পেজে এক পোস্টে আওয়ামী লীগের পুনর্গঠনের তথ্য দেন পিনাকী ভট্টাচার্য।

তিনি লিখেন, ‘এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে। এইটা যৌথ সিদ্ধান্ত। এতে ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে ব্রিটেনের সমর্থন আছে। এই কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায়নি।’

তবে শুক্রবার ফেসবুকে পিনাকী ভট্টাচার্যের ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তার দাবিকে মিথ্যা ও ভুয়া বলে প্রত্যাখ্যান করেন তিনি।

আরবি/ফিজ

Link copied!