বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান।
এটি ‘নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ বলেও মনে করেন তিনি।
তিনি বলেন, ‘যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারবাহিক প্রক্রিয়া।’
শুক্রবার (২১ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান আরও বলেন, ‘পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না।’
তিনি মনে করেন, ‘স্থানীয় নির্বাচন আগে করা মানে পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া।’
তারেক রহমান আরও বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে ফ্যাসবাদবিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে।’
ইফতার মাহফিলে যোগ দেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী ও পেশাজীবীরা। তাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।