এবার ড. ইউনূসের মুখোমুখি এনসিপি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৯:১৭ পিএম

এবার ড. ইউনূসের মুখোমুখি এনসিপি

এক জরুরী সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মুখোমুখি অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (২১ মার্চ) রাতে রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে এক জরুরী সংবাদ সম্মেলনে এসে ড. ইউনূসের বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি।

অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে সম্প্রতি জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

 

ওই বক্তব্য টেনে এনসিপি’র পক্ষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা তার এই বক্তব্যের  নিন্দা জানাই।’

এসময় শেখ হাসিনাসহ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভও প্রকাশ করেন তিনি।

জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদ রেজিমে সংগঠিত ঘুম ও বিচারবর্হিভূত হত্যাকান্ডের বিচারে দ্রুত দৃশ্যমান অগ্রগতির দাবিও করেন।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা অত্যান্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, গণঅভ্যাত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসর খুনীদের বিচার দৃশ্যমান অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুষ্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল।’

‘আওয়ামী লীগের ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার কমিশনের এতো সুষ্পষ্ট বক্তব্য থাকার পরও বিচারিক  প্রক্রিয়া ধীরগতি অত্যান্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি অবিলম্বে জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত ঘুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই।’

আরবি/ফিজ

Link copied!