ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন।
শনিবার (২২ মার্চ) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ওপর আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে। আমরা কোনো ইনস্টিটিউশনের প্রতি ঘৃণা সৃষ্টি করতে চাই না। তবে ইনস্টিটিউশনের কর্তাদের বলব, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। রাজনীতি রাজনীতিবিদদের ওপর ছেড়ে দিন।
তিনি বলেন, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আপনারা গত ১৬ বছর রাজনৈতিক মাঠে যেভাবে হস্তক্ষেপ করেছেন, তা আর হবে না। ২৪ পরবর্তী সময়ে রাজনৈতিক সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দল।
হাসনাত বলেন, আওয়ামী লীগের পতন ভোটে না গণঅভ্যুত্থানে হয়েছে। বাংলাদেশে সব হবে কিন্তু তা আওয়ামী লীগকে বাইরে রেখে। তবে আমরা নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই তারা কখনও রাজনীতিতে ফিরতে পারবে না।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ভারতীয় শক্তির এক্সটেনশন। এরা ভারতের নাটাইয়ে চলে। আমরা ৫ তারিখ সেই সুতা কেটে দিয়েছি।
এ সময় ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘এনসিপি কী চায়, আওয়ামী লীগের বিচার চায়’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘গুম খুনের বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘জুলাই হত্যার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
বিক্ষোভ সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :