মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

এক শ্রেণির রাজনীতিবিদ ছাত্রদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৯:৫৮ পিএম

এক শ্রেণির রাজনীতিবিদ ছাত্রদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি এবং নাগরিক উন্নয়ন ফোরাম হাতিরঝিলের সভাপতি মু. আতাউর রহমান সরকার বলেছেন, দীর্ঘ ৫৪ বছর ধরে এক শ্রেণির রাজনীতিবিদ ছাত্রসমাজকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। তারা বই-কলমের পরিবর্তে ছাত্রদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়ে তাদের অকালে ধ্বংসের অপচেষ্টা চালিয়েছে।

রোববার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে নাগরিক উন্নয়ন ফোরাম ঢাকা সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মেধাবী ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আতাউর রহমান সরকার বলেন, ছাত্রদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি এবং আলোকিত মানুষ গড়ার কোনো কার্যকর কর্মসূচি তারা দিতে পারেনি। একমাত্র জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরই এ ক্ষেত্রে ব্যতিক্রম। এই দুটি সংগঠন ছাত্রসমাজকে সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালায়।

তিনি আরও বলেন, বহু রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। আমাদের অনৈক্য ও দায়িত্বহীন আচরণের কারণে এই বিজয় যদি হাতছাড়া হয়, তাহলে তাদের জনতার কাঠগড়ায় দাঁড় করানো হবে।

ছাত্রশিবিরের হাতিরঝিল পশ্চিম থানা সভাপতি সাজ্জাদ হোসেন শিহাবের সভাপতিত্বে এবং থানা বায়তুলমাল সম্পাদক ইজাজ আহমদ শাহের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক কলিম উল্লাহ, হাতিরঝিল পূর্ব জামায়াতের সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, হাতিরঝিল পশ্চিম জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল মায়াজ, সাংস্কৃতিক সম্পাদক নাঈম ইসলাম জীবন, শ্রমিক নেতা সুলতান মাহমুদ এবং মাওলানা গোলাম মাওলা।
 

আরবি/একে

Link copied!