ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর জানান, গত কয়েক দিনে ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। তিনি ছাত্র নেতাদের দায়িত্বশীল আচরণ এবং বিভ্রান্তি সৃষ্টিকারী বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানান।
গতকাল রোববার (২৩ মার্চ) বিকেলে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত গণ অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘জুলাই অভ্যুত্থানে সবার মাঝে যে ঐক্য ছিল, তা যেন আরও সুদৃঢ় হয়। যারা ছাত্র আন্দোলনের দায়িত্বশীল অবস্থায় আছেন, তারা দায়িত্বশীল কথা বলুন। এমন কোনো কথা বলবেন না, যাতে ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটার রাস্তা তৈরি হয়ে যায়।’
তিনি দেশের কোনো বাহিনী বা প্রতিষ্ঠানকে বিতর্কিত না করার আহ্বান জানিয়ে বলেন, ‘এ প্রতিষ্ঠানগুলো আমাদের সবার। এগুলোর সুনাম নষ্ট করা যাবে না। ক্ষমতায় গেলেও এই প্রতিষ্ঠানগুলো আমাদেরই কাজে লাগবে।’
তিনি আরও বলেন, ‘অন্তত আগামী ১০ বছর দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ইফতার মাহফিলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নুরুল হক নুরের এই বক্তব্য ছাত্র রাজনীতি ও জাতীয় ঐক্যের গুরুত্বকে আরও একবার সামনে নিয়ে এসেছে। তিনি ছাত্র নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক।
আপনার মতামত লিখুন :