ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

রাজনীতিতে সেনা হস্তক্ষেপ কাম্য নয়: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৬:০০ পিএম
সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সারজিস আলম। ছবি: সংগৃহীত

অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাম্য নয় বরং দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেছেন, আমরা আশা করব, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে শ্রদ্ধার জায়গাটা আছে, সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশে অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে আমরা কখনই তাদের হস্তক্ষেপ প্রত্যাশা করব না।

তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ সেটা তারা ঠিকমত পালন করে যাবে- এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীসহ যে কেউ যেন আর ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ এর গল্প না শোনায়।

এনসিপিতে কোনো মতানৈক্য নেই দাবি করে এক প্রশ্নের জবাবে সারজিস বলেন, দলকে আরও গতিশীল করতে ছোটখাটো ত্রুটিগুলি আলোচনার মাধ্যমে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাব।