ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫

ঢাকাসহ ৪ শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ করবে বিএনপি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৪:১৮ পিএম
ছবি: সংগৃহীত

ভিনদেশি সংস্কৃতি রুখে দিতে ঢাকাসহ চারটি বিভাগীয় শহরে আগামী ১১ এপ্রিল স্বাধীনতা কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই কনসার্টের তথ্য জানানো হয়।

বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন। কনসার্টটি ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা এবং বগুড়া শহরে একযোগে অনুষ্ঠিত হবে।

ঢাকায় কনসার্টটি হবে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে। এতে অংশ নেবেন জনপ্রিয় শিল্পীরা; যেমন- জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক, নীলা, পড়শী, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামান ইত্যাদি।

চট্টগ্রামে কনসার্টটি হবে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে, যেখানে মাইলস, নাটাই, ইমরান, কোনাল, শুভ্র, মৌসুমী, সাবকনশিয়াস বে অব বেঙ্গল এবং মিথুন বাবু উপস্থিত থাকবেন। বগুড়ায় কনসার্টের আয়োজনের জন্য আলতাফুন্নেসা খেলার মাঠ এবং সরকারি আজিজুল হক কলেজের খেলার মাঠে দুটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। সেখানে পরিবেশনায় থাকবেন আর্টসেল, অ্যাভয়েড রাফা, ভাইকিংস, বাগধারা, কনকচাঁপা, অমিয়া, লুইপা।

খুলনায় কনসার্টটি অনুষ্ঠিত হবে শেখ আবু নাছের স্টেডিয়ামে, যেখানে পরিবেশনায় থাকবে ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ, তাহসান, জয় শাহরিয়ার, লিজা এবং পলাশ।

কনসার্টের আয়োজক ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “আমরা বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি এবং নিজস্ব সংস্কৃতি ‘ধরে রাখার’ তাগিদে এ আয়োজন করছি। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই, যাতে বিদেশি গান ও সংস্কৃতির আগ্রাসন মোকাবিলা করা যায়।”

এ্যানি আরও বলেন, “আমরা বিশেষভাবে নজর দেবো যেন ভারতের এবং পাকিস্তানের গান বাংলাদেশের সংস্কৃতির জায়গায় প্রাধান্য না পায়। এই আয়োজনে আমরা বাংলাদেশের লোকগান ও সংস্কৃতির প্রতি উৎসাহ বাড়ানোর চেষ্টা করব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আতিকুর রহমান রুমন, এসএম জিলানী, মোনায়েম মুন্না এবং রাকিবুল ইসলাম রাকিব।