রবিবার, ৩০ মার্চ, ২০২৫

অস্থিতিশীল করতে ফ্যাসিস্টদের দোসররা ওঁত পেতে আছে: মির্জা ফখরুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৬:১৬ পিএম

অস্থিতিশীল করতে ফ্যাসিস্টদের দোসররা ওঁত পেতে আছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর- ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।’

বৃহস্পতিবার (২৭ মার্চ) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

গত বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী কৃষকদল-চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ড উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিনের ওপর সশস্ত্র দুস্কৃতিকারীরা বর্বর ও নিষ্ঠুর হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এই বর্বরোচিত হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শোক জ্ঞাপন ও বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

 

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুস্কৃতিকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় মোঃ নাছির উদ্দিন নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরণের লোমহর্ষক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এসব দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওঁত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসর’রা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।‍‍`

বিবৃতিতে নাছির উদ্দিনকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান এবং নিহতের রুহের মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।

এদিকে কৃষকদল সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল অপর এক বিবৃতিতে নাছির উদ্দিনকে হত্যার ঘটনাকে নির্দয় ও কাপুরুষোচিত বলে আখ্যায়িত করেন।

আরবি/ফিজ

Link copied!