সোমবার, ৩১ মার্চ, ২০২৫

আইজিপিকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৯:১৭ এএম

আইজিপিকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে ঈদ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন সাবেক ডিআইজি ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির সদস্যসচিব খান সাঈদ হাসান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ শুভেচ্ছা কার্ড ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ বাহারুল আলমের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের সাবেক ডিআইজি ও বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটি বিএনপির সদস্য খান সাঈদ হাসান তারেক রহমানের এই শুভেচ্ছা কার্ড স্থানান্তর করেন।

আরবি/এফআই

Link copied!