ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

শহীদ মীর মুগ্ধর বাসায় জামায়াত আমির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০২:০২ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় তার বাসায় যান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা।

ডা. শফিকুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে নিয়ে মোনাজাত করেন।