প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকারের চীন সফর একটি বড় সাফল্য।
তিনি বলেন, ‘ইতোপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। কিন্তু এ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে। সব রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা বলছে।’
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘চীন যেহেতু অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ; ব্যবসায়ী পর্যায়ে দ্বিতীয় দেশ হিসেবে রয়েছে। চীন প্রতিশ্রুতি দিয়েছে আগামী দিনেও তারা বাংলাদেশের ব্যবসায়ীক ক্ষেত্রে বিনিয়োগ করবে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদী।’
আলোচনা শেষে ফখরুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
আপনার মতামত লিখুন :