জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত ডা. কবিরুল ইসলাম রুবেলের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে শহীদ রুবেলের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে পরিবারকে ঈদ উপহার তুলে দেন।
জুলাই অভ্যুত্থানে দুইজন চিকিৎসক শহীদ হয়েছিলেন। তাঁদের একজন ছিলেন ডা. সজীব, যিনি ১৮ জুলাই ঢাকার উত্তরায় শহীদ হন। অন্যজন ছিলেন ডা. কবিরুল ইসলাম রুবেল, যিনি ৫ আগস্ট মোহাম্মদপুরে শহীদ হন। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী এবং ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ছিলেন।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ ডা. সজীবের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও একদল বিশেষজ্ঞ চিকিৎসক।
এ সময় জুলাই আন্দোলনের শান্তি সমাবেশে আন্দোলনের পক্ষে কণ্ঠস্বর তোলা বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আব্দুস শাকুর খান উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে তারা শহীদ পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সহায়তার আশ্বাস দেন।