চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের ‘অসন্তোষ’ তৈরি হতে পারে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
এতে দেশে অস্থিরতা তৈরির আশঙ্কাও করছেন তিনি।
মঈন খান এও বলেছেন, তারা বর্তমান সরকারকে ‘সম্মানজনকভাবে’ বিদায় নেওয়ার ব্যাপারে বুঝাবে।
বিএনপির সর্বোচ্চ নির্ধারণী ফোরামের এই সদস্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
তিনি দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
ওই সাক্ষাৎকারে মঈন খান বলেন, ‘এ বছরের ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে সবাই একমত হয়েছে। নির্বাচন ডিসেম্বরের পর গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে। এর অর্থ কিছু অস্থিরতা হতে পারে।’
‘আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব যে তাদের জন্য সর্বোত্তম হলো যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া এবং সম্মানজনকভাবে বিদায় নেওয়া’, যোগ করেন বিএনপির এই নেতা।
এসময় আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কোন জোট করবে কিনা সে বিষয়েও কথা বলেন মঈন খান।
তিনি জানিয়েছেন, তারা কোন জোট করবে না তবে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে অন্যান্য দলগুলোকে সঙ্গে নিয়ে কাজ করবে।
‘জোট করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা বিএনপির নেই। বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। সেখানে জাতীয় নাগরিক পার্টিও থাকতে পারে’, বলেন বিএনপি সরকারের সাবেক এই মন্ত্রী।