শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

তারেক রহমান ‘এখনই’ ফিরছেন না

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৮:৪৫ পিএম

তারেক রহমান ‘এখনই’ ফিরছেন না

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান- ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশে ফিরতে আইনী কোন বাধা নেই। ফলে তিনি কবে নাগদ দেশে ফেরবেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন।

কেউ বলছেন, তারেক রহমান চলতি মাসেই ফিরবেন। আবার কেউ কেউ বলছেন, তিনি পরের মাসে ফিরবেন। তবে তার ফেরার সময় সুনির্দিষ্ট করে বলতে পারছেন না কেউই।

এমন নানা আলোচনার মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ফেরার বিষয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন বিএনপির সর্বোচ্চ নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির এই জ্যেষ্ঠ নেতা ওয়াশিংটন ডিসিতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ‘এখনই’ ফিরছেন না।

‘সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে হওয়া আদালতের বেশ কিছু রায় উল্টে গেছে। এতে তার দেশে ফেরার পথ তৈরি হয়েছে। এখন সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে তিনি ঢাকায় ফিরতে পারেন।’

ড. মঈন খানের এই বক্তব্যে স্পষ্ট হল যে তারেক রহমান দেশে ফিরতে কিছুটা বিলম্বিত হবে। কারণ নির্বাচনের ব্যাপারে এখনও স্পষ্ট কোন রোডম্যাপ দেয়নি সরকার। যদিও আগামী ডিসেম্বর ও পরের বছরের জুন মাসে নির্বাচন আয়োজনের সম্ভব্য দুটি তারিখের কথা বলছেন সরকার সংশ্লিষ্টরা।

তবে তাতে আস্থা পাচ্ছে না বিএনপির নেতারা। যেটি ওয়াশিংটনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও তুলেছেন মঈন খান।

তিনি ওই সাক্ষাৎকারে এও বলেছেন, নির্বাচন ডিসেম্বরের পর গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।  এতে অস্থিরতা হতে পারে বলেও আশঙ্কা করছেন বিএনপির এই নেতা।

মঈন খান আরও বলেছেন, তারা অন্তর্বর্তী সরকারকে ‘সম্মানজনকভাবে’ বিদায় নেওয়ার ব্যাপারে বুঝাবেন।

অর্থাৎ তার বক্তব্য এটি স্পষ্ট হচ্ছে যে, এখনও অনুকূল পরিস্থিতি দেখছে না বিএনপি।

আর পুরোপুরি পরিস্থিতি অনুকূল না হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশে ফেরবেন না বলে দলটির দায়িত্বশীল একজন নেতা রূপালী বাংলাদেশকে বলেছেন।

এই বক্তব্যের ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতা বলেন, ‘প্রকৃত পক্ষে এখন দেশের পরিস্থিতি অনুকূলে আসেনি। এখনও অনিশ্চিয়তা রয়েছে। নির্বাচনের ব্যাপারে সরকারও তাদের অবস্থান অস্পষ্ট রাখছে। এমন পরিস্থিতিতে তিনি (তারেক রহমান) দেশে ফিরতে কিছুটা অপেক্ষা করবেন।’

তবে এই নেতা এও বলেন, ‘বিএনপি বারবার সংসদ নির্বাচনের পরিস্কার রোডম্যাপ চেয়েছে। যদি সরকারের পক্ষ থেকে রোডম্যাপ আসতো তাহলে এতোদিনে আমাদের নেতা (তারেক রহমান) চলে আসতেন বা সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দিতেন।’

ওই নেতা আরও বলেন, ‘আমাদের নেতা যুক্তরাজ্যে বসেই ভালোভাবে দল পরিচালনা করছেন। তার নেতৃত্বে বিএনপি সুসংগঠিত। নির্বাচনের মধ্যমে দেশ পরিচালনায় আমরা প্রস্তুত রয়েছি। তবে তিনি (তারেক রহমান) ফেরার জন্য আমাদের বসে থাকতে বলেননি।’

‘আমরা তার অপেক্ষায় আছি এটা ঠিক, তাকে বরণ করতে আমরা প্রস্তুতিও সেরে নিয়েছি, তবে তার অনুপস্থিতিতেও আমরা ঐক্যবন্ধভাবে দলকে এগিয়ে নিচ্ছি। যেটি তিনিই ওখানে বসেই (লন্ডনে) আমাদের শিখিয়েছেন। আমরা মনে করি, ওনি যেখানেই থাকুক সবসময় আমাদের মাথার ওপরেই আছেন।’

প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের আটক করেছিল। ওই একই বছরের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে সরকার। পরে ২০০৮ সালে ১৩ সেপ্টেম্বর মুক্তি পেয়ে লন্ডন চলে যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন।

আরবি/ফিজ

Link copied!