মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

সিসিইউতে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১১:১৮ এএম

সিসিইউতে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু

সিসিইউতে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু

বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির (বিএনপি) ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু অসুস্থ হয়ে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালের সিসিইউতে (অ্যাডভান্সড করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন। রাত ৯টার দিকে তাকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বরকতউল্লাহ বুলুর চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনসহ স্থানীয় নেতারা খোঁজখবর নেন। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু রাত ১১টার দিকে তার ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানায়, বরকতউল্লাহ বুলু রোববার রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকা যাত্রা করেছিলেন এবং কুমিল্লার লাকসাম আসার পর অসুস্থ হয়ে পড়েন। এরপর রাত ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসা চলছে। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, কুমিল্লা হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। ঢাকায় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!