ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০১:৩১ পিএম
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হোন রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ঘোষণার দাবি জানান তারা। স্লোগানে ফ্যাস্টুনে ইসরায়েলের পণ্য বয়কটের ডাক দেন তারা।

এর আগে, সোমবার (৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় হাজার হাজার নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। শিশু, নারী ও বৃদ্ধদের পর্যন্ত হত্যা করতে দ্বিধা করছে না এই অবৈধ দখলদার বাহিনী। গাজা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। দখলদার ইসরায়েল যেন গাজার চিহ্ন পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। এর মধ্যেও আন্তর্জাতিক বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা অত্যন্ত পরিতাপজনক।

এই প্রেক্ষাপটে ৮ এপ্রিল মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেবে এবং দুপুর ১২টায় শহরের কেন্দ্রীয় স্থানে গিয়ে সম্মিলিত বিক্ষোভ সমাবেশে অংশ নেয়ার ঘোষণা দেয় ছাত্রদল।

এদিকে, গাজায় এখনো অব্যাহত আছে ইসরায়েলি তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে আরও ৬০ ফিলিস্তিনির।

মঙ্গলবার (৮ এপ্রিল) সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে আরও ৫ জন নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে উপত্যকায় নির্বিচার বোমাবর্ষণ চালাচ্ছে তেলআবিব। গাজার বিভিন্ন স্থানে ফাইটার জেটসহ মোতায়েন করা হয়েছে আরও ভারী ভারী যুদ্ধযান।