ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০২:১১ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলটি একটি লিখিত মতামত জমা দেয়, যেখানে রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাব তুলে ধরা হয়েছে।

দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন জানান, বর্তমানে প্রচলিত ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নামের পরিবর্তে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন নামের মাধ্যমে জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণাকে আরও জোরদার করা সম্ভব হবে বলে তারা মনে করেন। দলের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রের মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা, এবং নামেও যেন সেই দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়।

প্রস্তাবটি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।