জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে উত্থাপিত ১০ এপ্রিলকে ‘রিপাবলিক ডে’ ঘোষণা করার দাবিকে সমর্থন জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
বৃহস্পতিবার ( ০৯ এপ্রিল) রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত ‘১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা, সংবিধান সংস্কার ও সংসদ নির্বাচনের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।’
তিনি জানান, ১৯৭১ সালের ১০ এপ্রিলের স্বাধীনতা ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের উপর ভিত্তি করে গঠিত হলেও ১৯৭২ সালে প্রণীত সংবিধানে সেই মূল আদর্শগুলো প্রতিফলিত হয়নি। এর ফলে জনগণের আশা-আকাঙ্ক্ষা সবসময় উপেক্ষিত হয়েছে এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে।
জোনায়েদ সাকি বলেন, ‘১৯৭২ সালের সংবিধান গঠনের সময় ১০ এপ্রিলের স্বাধীনতা ঘোষণাকে উপেক্ষা করে একটি গোঁজামিল সৃষ্টি করা হয়েছিল, যা আজও চলমান। আমরা এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে চাই। ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন।’
তিনি অভিযোগ করে বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দলীয় দখলের আওতায় চলে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো একদল দখল করছে, আরেক দল নিয়ন্ত্রণ নিচ্ছে হাট-বাজারের। যে যেভাবে পারছে, সেভাবেই সবকিছু দখল করে নিচ্ছে।
বর্তমান সংস্কার প্রস্তাব সম্পর্কে সাকি বলেন, ‘জনগণকে ক্রমাগত ক্ষমতাহীন করে ফেলা হয়েছে। সংস্কারপ্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নেই বললেই চলে। তবে এবার যেসব সংস্কার প্রস্তাব এসেছে, তা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক উন্নত।’
আপনার মতামত লিখুন :