রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

ট্রিলিয়ন ডলার অর্থনীতির রোড ম্যাপ দিল বিএনপি

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ১১:২৭ এএম

ট্রিলিয়ন ডলার অর্থনীতির রোড ম্যাপ দিল বিএনপি

প্রতীকী ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, তারা সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান বা চাকরির সুযোগ সৃষ্টি করবে। সেই সঙ্গে দলটি ২০৩৪ সালের মধ্যে দেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ অংশ নিয়ে বিএনপির একটি প্রতিনিধিদল এই রোডম্যাপ উপস্থাপন করে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই সম্মেলনে তারা বুকলেট আকারে পরিকল্পনাটি তুলে ধরে। এছাড়াও জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পৃথকভাবে নিজেদের অর্থনৈতিক রূপকল্প উপস্থাপন করে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামিট উপলক্ষে পাঠানো শুভেচ্ছা বার্তায় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। তিনি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত নীতিমালা এবং বেগম খালেদা জিয়ার বিনিয়োগবান্ধব পদক্ষেপগুলোর কথাও তুলে ধরেন। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা নীতিগত ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করছি। ট্যাক্স কাঠামোয় স্থিতিশীলতা আনা হবে এবং বিনিয়োগকারীদের অধিকার রক্ষায় একটি সুনির্দিষ্ট সুরক্ষা প্রবিধান চালু করা হবে।’

বুকলেটে আরও উল্লেখ করা হয়, কর্মসংস্থানের পাশাপাশি মানবসম্পদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রশিক্ষণ ও প্রণোদনা নিশ্চিত করা হবে।

এফডিআইকে জনপ্রিয় করতে ১১টি রেগুলেটরি সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। যার মধ্যে রয়েছে বিডাকে আরও কার্যকর করা, বিনিয়োগকারীদের জন্য ২৪ ঘণ্টার সেবা চালু, ভিসা ও ওয়ার্ক পারমিট নীতিমালার আধুনিকায়ন, মুনাফা প্রত্যাবাসনের সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়ন।

সম্মেলনে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল ‘কলিং বাংলাদেশ’ শীর্ষক বুকলেট তুলে ধরে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, তাদের পক্ষ থেকে বিদেশি বিনিয়োগকারীদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, যদি জনগণ জামায়াতকে ক্ষমতায় আনেন, তবে তারা দুর্নীতিমুক্ত, বিনিয়োগবান্ধব ও গুড গর্ভন্যান্সভিত্তিক অর্থনীতি গড়ে তুলবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ২০৩৫ সালের ‘ভিশন বাংলাদেশ’ উপস্থাপন করে। তিনি বলেন, বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হেভেন’ বানানো হবে এবং বিশ্বের শীর্ষ ১৫ অর্থনীতির দেশের কাতারে তোলার লক্ষ্যে কাজ করা হবে। তরুণদের কর্মসংস্থান, ব্লু ইকোনোমি, আর্থিক খাত সংস্কার এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি।

এই সামিটে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো তাদের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

 

 

 

 

আরবি/শিতি

Link copied!