রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ১১:০৯ পিএম

‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

ছবি: সংগৃহীত

‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলের প্রধান স্লোগান— ‘এই লড়াই জাতীয় মুক্তি, সাম্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার’।

শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে দলের আত্মপ্রকাশের ঘোষণা দেন দলটির চেয়ারম্যান ড. আব্দুল মালেক ফরাজী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আব্দুল মালেক ফরাজী। তিনি বলেন, ‘দেশের প্রতি ভালোবাসা ও একজন সচেতন, দায়িত্বশীল নাগরিক এবং সমাজকর্মী হিসেবে আমি মনে করি— ড. ইউনূস সাহেবের মতো আরও কিছু ব্যক্তিত্ব দেশের নেতৃত্বে আসা প্রয়োজন। যদিও আমি এই বিতর্কে যাচ্ছি না যে সময়টা কত, পাঁচ বছর না পাঁচ মাস, তবে আমি শুধু বলতে চাই, যোগ্যদের নেতৃত্বেই একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শুধু বাংলাদেশের নয়, বরং সারা বিশ্বের গর্ব। মানুষ এখন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে। তখন আমরা চাইলেই একটি বিপ্লবী সরকার গঠন করতে পারতাম। সংবিধান বাতিল করে নতুন যুগের সূচনা করা যেত। কিন্তু দুর্ভাগ্যবশত, সম্মিলিত শক্তির অভাব ছিল আমাদের বড় বাধা।’

অনুষ্ঠানে দলের যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন খান ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’র ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে বলা হয়, ‘চলমান পক্ষপাতদুষ্ট রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে এসেছি। নতুন রেনেসাঁ, নতুন গণজাগরণ, নতুন রাজনীতি এবং মহান নেতৃত্বের মাধ্যমে আমরা একটি সুস্থ, স্বাভাবিক, সমৃদ্ধ, শক্তিশালী ও প্রগতিশীল জাতি গড়ে তুলতে চাই। বহুমাত্রিক বৈষম্য দূর করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের ধারায় স্থাপন করাই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের আরেক যুগ্ম আহ্বায়ক নাহিদ নিয়াজী। এতে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণআজাদী দলের সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ খান, অধ্যাপক দেওয়ান ইবনে সাজ্জাদ আফজাল খান এবং গণতান্ত্রিক নাগরিক শক্তির সহ-সভাপতি জামাল উদ্দিন জামাল প্রমুখ।
 

আরবি/একে

Link copied!