রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

বিএনপির প্রতিহিংসামূলক বক্তব্য পরিহারের আহ্বান সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৬:০৯ পিএম

বিএনপির প্রতিহিংসামূলক বক্তব্য পরিহারের আহ্বান সারজিস আলমের

ছবি: সংগৃহীত

বিএনপি নেতাদের প্রতিহিংসামূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের ধাক্কামাড়া ইউনিয়নের মিড়গড় জেলা প্রশাসন ইকোপার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘রাজনীতিতে বিএনপি নেতারা আমাদের সিনিয়র। আমরা তাদের কাছ থেকেই শিখতে চাই। কিন্তু রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতি তৈরি হলে, তা দেশের জন্য শুভ নয়। অতীতে আমরা দেখেছি, রাজনীতিকরা একে অপরকে ছোট করে মন্তব্য করেছেন—শেখ হাসিনা, ড. ইউনূস বা খালেদা জিয়াকে নিয়েও। এসব আচরণ রাজনীতিকদের মধ্যে সৌহার্দ্য নষ্ট করেছে। আমরা চাই না সেই পুরনো সংস্কৃতি ফিরে আসুক। সিনিয়র নেতাদের উচিত হবে তরুণদের জন্য গঠনমূলক ও শ্রদ্ধাশীল পরামর্শ দেওয়া।’

তিনি আরও বলেন, ‘বিএনপির এক নেতা বলেছেন, আন্দোলনের কারণে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আমি বলবো—হ্যাঁ, কিছুটা বিঘ্ন ঘটেছে, তবে ধ্বংস বলা ঠিক নয়। রাজনীতির এই অস্থির পরিবেশে অনেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। আমরা দেখেছি, কিভাবে বিএনপির সিনিয়র নেতারা কাঁদতে কাঁদতে বলছেন, পরিবারের সদস্যের জানাজায়ও অংশ নিতে পারেননি। ছাত্রদের বড় ত্যাগ, রক্তের বিনিময়ে আজ অনেকেই বুক ফুলিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন।’

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুটি প্রতিবেশী দেশ। এই দুই দেশের সম্পর্ক কখনোই এমন হবে না, যাতে একে অপরের মুখোমুখি অবস্থানে চলে যায়—এটা আমরা বিশ্বাস করি। তবে ভারতের দায়িত্ব হবে বাংলাদেশকে কীভাবে দেখবে, কিভাবে ডিল করবে। যদি আমাদের কেউ অন্যায়ভাবে বঞ্চিত করে, তবে বাংলাদেশ বিকল্প পথ খুঁজে নিতেই পারে। কারণ কিছুই থেমে থাকে না।’

আরবি/একে

Link copied!