ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ফ্যাসিস্ট সরকার পহেলা বৈশাখকে দলীয় হাতিয়ার করেছিল: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৮:০৩ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার পহেলা বৈশাখের মতো একটি জাতীয় সংস্কৃতিকেও দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির আয়োজিত পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এবার প্রথমবারের মতো আমরা হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ উদযাপন করছি। আশা করি, আগামী দিনগুলোতে নববর্ষকে একটি জাতীয় উৎসব হিসেবে উদযাপন করা যাবে।

তিনি আরও বলেন, আমরা চাই রাষ্ট্রের নবায়ন হোক। জুলাই মাসে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই নবায়নের সূচনা হয়েছে। তবে রাষ্ট্রের কাঠামো অপরিবর্তিত থাকলে জুলাই বিপ্লব বাধাগ্রস্ত হবে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, বর্তমানে যে সংস্কার কার্যক্রম চলছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা স্বল্প সময়ের মধ্যেই বিচার ও কাঠামোগত সংস্কার দেখতে চাই।

তিনি জানান, এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে রেখে এগিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদকে বিলোপ করতে রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে।