ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

জার্মানিতে বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস পালন

জার্মানি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৯:২২ পিএম
ছবি: সংগৃহীত

জার্মানিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জার্মান শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রমজান মাসের কারণে নির্ধারিত দিনে দিবসটি পালন না করা গেলেও সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বার্লিনের রাইনিকেনডর্ফের একটি মিলনায়তনে আয়োজনটি সম্পন্ন হয়।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জার্মান বিএনপির সিনিয়র নেতা সাঈদুর রহমান সাঈদ বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা আমাদের জাতীয় অহংকার। এ গৌরব রক্ষায় বিএনপির কান্ডারি তারেক রহমান দ্রুত দেশে ফিরে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি পুনরায় সরকার গঠন করবে।

তিনি আরও বলেন, জার্মান বিএনপির সবচেয়ে বড় শক্তি হলো নেতাকর্মীদের ঐক্য। সেই ঐক্য ধরে রাখতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আবু হানিফ, বাবুল বেপারির কাজী আব্দুর রউফ, রেজাউল হক সাঈদ, নূর চৌধুরী জিয়া, গিয়াস উদ্দিন, গনি সরকার, মো. জসিম সিকদার, নিজাম দোকানদার, হামিদুল ইসলাম হেলাল, মোসলেম উদ্দিন, মো. সুহেব আহমেদ, মোবারক হোসেন, সাঈদুর রহমান ছবির, যুবদল নেতা আসিফ আহম্মেদ, সোহেল চৌধুরী, পলাশ, মিশু, মাহবুবুর রহমান, রুহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর, জাকের হোসেন, রফিকুল ইসলাম রাফি, মো. ইব্রাহীম সরোয়ার, সাগর আহম্মেদ ও পলাশ ভূঁইয়া প্রমুখ।

সভায় বিএনপির নেতাকর্মী ছাড়াও জার্মান প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।