ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

বায়ান্ন, একাত্তর ও চব্বিশের চেতনায় নতুন রাজনৈতিক দল আসছে

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০১:৩৬ পিএম
রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে বৃহস্পতিবার নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রকাশ ঘটবে। প্রতীকী ছবি

বায়ান্ন, একাত্তর ও চব্বিশের শহীদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। তবে দলটির নাম জানা যায়নি।

আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে দলটির আত্মপ্রকাশ প্রকাশ ঘটবে।

দলটির আহ্বায়ক হচ্ছেন মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব হচ্ছেন ফাতিমা তাসনিম।

রূপালী বাংলাদেশকে পাঠানো তাদের আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, হোটেল শেরাটনে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে সকাল সোয়া ১০টায়। আর সাড়ে ১০টায় রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে। অনুষ্ঠানে দলটির ঘোষণাপত্রও তোলে ধরা হবে।

 

আমন্ত্রণপত্রে জানানো হয়, ‘অপার সম্ভাবনাময়ের দেশ-বাংলাদেশ আজ নতুন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জুলাই ’২৪ এর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে, মহান শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, সূচনা হয়েছে নতুন রাজনৈতিক ধারা।’

’৫২‍‍-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই ’২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে মহান শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জনআকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধতায় গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে আমরা নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি।’