গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আগামী এক মাসের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত।
বুধবার (১৬ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে তিনি লেখেন, প্রথমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তারপর নির্বাচন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে নির্বাচন হলে তা হবে তাদের পুনর্বাসনের শামিল।
পোস্টে আবু হানিফ আরও বলেন, ড. ইউনূস সরকারের নেতৃত্বে যদি এক মাসের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না যায়, তাহলে ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত।
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপি বারবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছে। অথচ সরকার বলছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি কি রোডম্যাপ নয়? আমি যতদূর বুঝি, এটিই তো রোডম্যাপ। তবে বিএনপি সম্ভবত নির্দিষ্ট তারিখ জানতে চাচ্ছে। সে ক্ষেত্রে তাদের উচিত ‘রোডম্যাপ’ শব্দটি ব্যবহার না করে সরাসরি ‘নির্বাচনের নির্দিষ্ট তারিখ’ ঘোষণার দাবি তোলা।
রোডম্যাপ শব্দের ব্যাখ্যায় তিনি বলেন, রোডম্যাপ মানে পরিকল্পনা, রূপকল্প বা পথরেখা। সেদিক থেকে সরকার যে সময়সীমা দিয়েছে, তা রোডম্যাপ হিসেবেই গণ্য হতে পারে কি না, সেটা জনগণকে ভাবতে হবে।
সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন আবু হানিফ। তিনি বলেন, সরকারের কিছু উপদেষ্টার নির্দিষ্ট একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ এরই মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। এভাবে চলতে থাকলে রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সে প্রশ্নও সামনে আসতে পারে।