সরকারের ‘অদূরদর্শী ও জনবিরোধী’ নীতির কারণে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বেড়ে ১৮৯ টাকায় পৌঁছেছে বলে মনে করে আমার বাংলাদেশ (এবি) পার্টি। মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এই অসহনীয় মূল্যবৃদ্ধি জনগণের জীবনে অভাব ও দুর্দশাকে আরও তীব্র করে তুলেছে। এটি সরকারের অর্থনৈতিক অদক্ষতা এবং জনকল্যাণবোধের প্রতি চরম অবহেলারই প্রতিফলন।
তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দফায় দফায় মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে ধ্বংস করেছে। এবার অন্তর্বর্তীকালীন সরকারও একই ধারায় সয়াবিন তেলের মতো মৌলিক খাদ্যপণ্যের দাম বাড়িয়ে প্রমাণ করেছে, তারা জনগণের কষ্ট ও বাস্তবতা উপলব্ধি করতে সম্পূর্ণ ব্যর্থ।
তারা আরও অভিযোগ করেন, ‘নিম্নআয়ের মানুষ, দিনমজুর এবং মধ্যবিত্ত শ্রেণি যখন নিত্যপণ্যের জোগান দিতেই হিমশিম খাচ্ছে, তখন সরকারের ভ্রান্ত আমদানি নীতি এবং জটিল কর কাঠামো পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলেছে।’
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে ভোজ্য তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
তারা বলেন, জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা। এ লক্ষ্য ছাড়া সরকারের আর কোনো অগ্রাধিকার থাকা উচিত নয়।