ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

যাত্রাবাড়িতে আওয়ামী লীগের দুই ঝটিকা মিছিল

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১১:৩০ এএম
যাত্রাবাড়িতে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ হারুন-আর-রশিদ মুন্নার নেতৃত্বে ঝটিকা মিছিল

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ হারুন-আর-রশিদ মুন্না।

মিছিলের বিষয়টি সামনে এনেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে দুটি ভিডিও ফুটেজ পোস্ট করেন।

যার একটিতে মুন্নার নেতৃত্বে মিছিল হতে দেখা যায়।

আর অন্যটিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়।

তবে এসব মিছিল কখন হয়েছে সেটি উল্লেখ্য করেননি জাকির।

তবে ভিডিওগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রূপালী বাংলাদেশ।

এরআগেও গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছিল।

 

ওই মিছিলটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুকে পোস্ট করেছিলেন।

এরআগে গত ৬ এপ্রিল গুলিস্তান এলাকায় একটি ঝটিকা মিছিল হয়েছিল।

ওই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

তবে মুরাদকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।