বর্তমান সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপি যাতে দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে না পারে, সেজন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দুদু বলেন,‘নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এ ধরনের ফাজলামি বাদ দেন। কোন দিন কোন মাসে কোন বছরের নির্বাচন হবে তা নির্দিষ্ট করে বলেন।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘৮ মাস হয়ে গেল এখনও অপরাধীদের বিচারের তেমন অগ্রগতি নেই। ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নন, তিনি একজন সংসদ সদস্য ছিলেন। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন, তারা কেউ তার বাসায় যাননি। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার ৫ মাস পরে আয়না ঘরে গিয়েছিলেন। কিন্তু যারা গুম হয়েছে তাদের বাসায় যাননি কেন?’
আপনার মতামত লিখুন :