ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সংস্কার রাজনৈতিক এজেন্ডা: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৪:৫১ পিএম
সেমিনারে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

সংস্কারকে রাজনৈতিক এজেন্ডা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নাটোরে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

জেলা পরিষদ মিলনায়তনে জিয়া পরিষদ, নাটোর জেলা শাখার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, ‘সংস্কার একবারে হয় না। এটি সংসদে আলোচনার মাধ্যমেই হতে হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আট মাস হয়ে গেছে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, তাহলে আর মাত্র আট মাস বাকি। তাহলে সংস্কার করতে আর কত সময় লাগতে পারে? বর্তমান সরকার যা-ই সংস্কার করুক না কেন, তা পরবর্তী সংসদেই পাস করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সংস্কারের নামে ধোঁয়াশা সৃষ্টি করে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো ও ছাত্র-জনতার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা চলছে। এতে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিতে পারে। শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। এ সরকার যদি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়, তবে জনগণের আস্থা হারাবে।’

সেমিনারে প্রধান বক্তা ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ ছাড়াও জিয়া পরিষদের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

ভারতের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘দানবরূপী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে নিয়ে অপ্রচার ও ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারত তাকে প্রশ্রয় দিয়ে দীর্ঘদিন বাংলাদেশকে নিয়ন্ত্রণে রেখেছিল।’

তিনি দাবি করেন, ‘বাংলাদেশকে পুনরায় কবজায় নেওয়ার ষড়যন্ত্র করছে ভারত।’