ডিসেম্বরেই নির্বাচনের দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (২০ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর তিনি এ দাবি জানান।
এ সময় তিনি দুই ‘ছাত্র উপদেষ্টা’র পদত্যাগ দাবি করেন।
নুরুল হক বলেন, ‘এই সরকারে দুই ছাত্র উপদেষ্টা আছেন, তারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘নির্বাচন বিলম্বিত হলে দেশে সংকট তৈরি হবে। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।’
নুরুল হক বলেন, ‘আন্দোলন এখনো শেষ হয়নি। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে বসানোর প্রবণতা দেখা যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’
আপনার মতামত লিখুন :