কাতারের রাজধানী দোহায় দেখা হলো এক অনন্য জুটির—বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আর হলিউড অভিনেতা ইদ্রিস এলবার। আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, বিকেলে ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এর ফাঁকে এক মনোমুগ্ধকর মুহূর্তে মুখোমুখি হন এই দুই প্রভাবশালী ব্যক্তি। তাদের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করা হয় প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
হলিউডের ‘হেইমডাল’খ্যাত ইদ্রিস এলবা শুধু সিনেমার পর্দায় নন, বাস্তবেও একজন প্রভাবশালী নেতা। ‘থর’ সিরিজে ‘হেইমডাল’ চরিত্রে যেমন তিনি বাইফ্রস্ট পোর্টাল খুলে পৃথিবী আর আসগার্ডের মধ্যে সংযোগ স্থাপন করতেন, তেমনি আজ তিনি বাংলাদেশের সঙ্গে বিশ্বকে একটি নতুন সম্পর্কের দিকে নিয়ে আসছেন।
পুরো নাম ইদ্রিসা আকুনা এলবা। অভিনেতা হিসেবে পেয়েছেন গোল্ডেন গ্লোব, তিনবারের বাফটা মনোনয়ন এবং ছয়বার এমি পুরস্কারের মনোনয়ন। ২০১৬ সালে ‘টাইম’ ম্যাগাজিন তাকে ‘বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের’ একজন হিসেবে তালিকাভুক্ত করে। এলবা, জাতিসংঘের শুভেচ্ছা দূত এবং ‘আইই৭’ ও ‘দ্য আকুনা গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা।
সম্মেলনে জলবায়ু সচেতনতা, যুব নেতৃত্ব এবং টেকসই সমাজ নির্মাণ নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষত, জলবায়ু পরিবর্তনের মতো সংকটের বিরুদ্ধে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তার মতো একজন বিশ্বখ্যাত তারকা যখন উন্নয়নশীল দেশের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ বার্তা দেন, তা যেন একটি নতুন ‘বাইফ্রস্ট পোর্টাল’, যা আমাদের ভবিষ্যতকে আরও ভালো দৃষ্টিকোণ থেকে দেখতে সহায়তা করে।
আজকের উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখেন অধ্যাপক ইউনূসও। তিনি বলেন, ‘এই ধরনের সম্মেলন কেবল নীতি নির্ধারণের ক্ষেত্র নয়, বরং পারস্পরিক সহযোগিতার এক নতুন সেতু তৈরি করে।’ এ সফরের অংশ হিসেবে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করারও সম্ভাবনা রয়েছে।
এভাবে, দুই ভিন্ন জগতের মানুষ, কিন্তু এক অভিন্ন লক্ষ্য—ভবিষ্যতের পৃথিবীকে আরও ভালো, আরও সহানশীল করে তোলার কাজ করছেন।
আপনার মতামত লিখুন :